দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: সারাদেশের ন্যায় একযোগে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা প্রশাসনের আয়োজনে আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলার মধ্য দিয়ে পালিত হলো শুভ নববর্ষ-১৪৩২।
সোমবার (১৪ এপ্রিল) সকাল ৮ ঘটিকায় দীঘিনালা উপজেলার সকল সম্প্রদায়ের মানুষ ও বিভিন্ন পেশাজীবি মানুষের উপস্থিতিতে শুরু হয় আনন্দ শোভাযাত্রা। আনন্দ শোভাযাত্রায় বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষেরা তাদের ঐতিহ্যবাহী পোশাক পড়ে আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করে।
আনন্দ শোভাযাত্রাটি দীঘিনালা উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে দীঘিনালা হলুদ চত্বর ঘুরে উপজেলা পরিষদ খেলার মাঠে শেষ হয়।
আনন্দ শোভাযাত্রা শেষে অতিথিদের আপ্যায়নের পর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুনুর রশিদ সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানান। শুভ নববর্ষের আনুষ্ঠানিকতায় আগত সকল অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন “আজ বাংলা বছরের প্রথম দিন। এই দিনটি আমাদের ইতিহাস ও ঐতিহ্যের একটি বিশেষ অংশ। পুরনো বছর বিদায় দেওয়ার সাথে সাথে আমাদের দুঃখ কষ্ট ভুলে আমরা সকল সম্প্রদায়ের মানুষ মিলেমিশে থাকবো।” এরপর তিনি সকলকে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে বলেন।
এরপর ১নং কবাখালি সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ. কে. এম. বদিউজ্জামান জীবন ও সহকারী শিক্ষক সুমি আক্তারের উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। বাংলা, চাকমা, মারমা, ত্রিপুরা গান ও নৃত্য এবং কবিতা আবৃত্তির মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ও দীঘিনালা থানার ওসি মোঃ জাকারিয়া মহোদয় অংশেগ্রহণ করেণ।
এরপর শুরু হয় ঐতিহ্যবাহী খেলা, হাড়ি ভাঙা, ঝুড়িতে বল নিক্ষেপ, মেয়েদের চেয়ার খেলা ইত্যাদি। এসব খেলায় অংশগ্রহণ করেন ছাত্র-ছাত্রি, শিক্ষক- শিক্ষিকা সহ বিভিন্ন পেশাজীবির মানুষ।
সবশেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যারা বিজয় অর্জন করেছে, তাদের মাঝে পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে শেষ হয় বর্ষবরণ অনুষ্ঠান।
শুভ নববর্ষের রঙ্গে রঙ্গিন হয়ে আনন্দে উল্লাসে মেতে উঠেছে দীঘিনালা উপজেলার সর্বস্তরের মানুষ। শুভ নববর্ষের আগমনে অসাম্প্রদায়িকতার বার্তা ছড়িয়ে পড়েছে সকল সম্প্রদায়ের মানুষের মাঝে।