প্রতি বছরের ন্যায় এবারো পাহাড়ে নব আনন্দের বার্তা নিয়ে বৈসু উৎসব পালন করছে ত্রিপুরা জনগোষ্ঠী। এ উপলক্ষে খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার ত্রিপুরা জনগোষ্ঠি এবারো আয়োজন করেছে বৈসু’র র্যালি ও ঐতিহ্যগত গরিয়া নৃত্যানুষ্ঠান।
শুক্রবার (১১ এপ্রিল) সকালে বৈসু উপলক্ষে রামগড় লেকপাড়স্থ বিজয়ী ভাস্কর্য থেকে বর্ণিল শোভাযাত্রা বের করা হয়। এসময় ফিতা কেটে ও শান্তির পায়রা উড়িয়ে মঙ্গল শোভাযাত্রায় মধ্যেদিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রধান অতিথি থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন রামগড় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মমতা আফরিন।
এছাড়া বিশেষ অতিথি থেকে শান্তির পায়রা উড়ান জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহম্মদ ভূইয়া, রামগড় উপজেলা বিএনপি’র সভাপতি ইব্রাহিম খলিল, পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন, সাধারন সম্পাদক মহিউদ্দিন হারুন, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন, রামগড় উপজেলা যুবদলের সভাপতি শাহ আলম বাদশা, বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদ রামগড় শাখার আহবায়ক রাজেন্দ্র ত্রিপুরা সহ প্রমুখ।
অনুষ্ঠানে বিপ্লব ত্রিপুরার সঞ্চালনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, রামগড় আঞ্চলিক শাখার আহবায়ক হরিসাধন বৈষ্ণব ত্রিপুরা।