সিরিয়ায় বর্তমান সরকার এবং ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত যোদ্ধাদের মধ্যে তীব্র সংঘর্ষে ৭০ জনের বেশি নিহত হয়েছে এবং বহু লোক আহত হয়েছে বলে জানিয়েছে একটি মানবাধিকার সংস্থা।
ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বৃহস্পতিবার উপকূলীয় জাবলে শহর ও আশপাশের গ্রামে সংঘর্ষের ফলে কমপক্ষে ৪৮ জন নিহত হয়েছে। এটি ডিসেম্বর মাসে আসাদ পতনের পর থেকে নতুন প্রশাসনের বিরুদ্ধে সবচেয়ে ভয়াবহ হামলা বলে উল্লেখ করা হয়েছে।
বৃহস্পতিবারের লড়াইয়ে আসাদপন্থী যোদ্ধারা ১৬ জন নিরাপত্তা সদস্যকে হত্যা করে, অন্যদিকে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের অনুগত ২৮ জন যোদ্ধা ও ৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়।
লাতাকিয়া প্রদেশের নিরাপত্তা কর্মকর্তা মুস্তাফা কনাইফাতি জানান, “একটি সুপরিকল্পিত হামলায় আসাদপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো আমাদের চৌকিগুলোতে আক্রমণ করে। এতে আমাদের বেশ কিছু সদস্য নিহত ও আহত হয়।”
সরকারি বাহিনী প্রতিআক্রমণ চালিয়ে আসাদ আমলের অন্যতম কুখ্যাত গোয়েন্দা সংস্থার প্রধান জেনারেল ইব্রাহিম হুয়েজাকে গ্রেপ্তার করেছে। তিনি আগের প্রেসিডেন্ট হাফেজ আল-আসাদের শাসনামলে বহু গুপ্তহত্যার সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে।
সরকারি সূত্র জানায়, বিদ্রোহী গ্রুপ হায়াত তাহরির আল-শাম ৮ ডিসেম্বর বাশার আল-আসাদকে ক্ষমতা থেকে উৎখাতের পর থেকে তার অনুগতদের নির্মূলের জন্য অভিযান চালিয়ে যাচ্ছে।
তবে এই অভিযানের সময় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী ঘরবাড়ি দখল, বন্দী হত্যা ও অপহরণের মতো কর্মকাণ্ড চালাচ্ছে। নতুন প্রশাসন এসব ঘটনাকে “বিচ্ছিন্ন ঘটনা” বলে দাবি করলেও এর সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছে।