“শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা” এই প্রতিপাদ্যে উজ্জীবিত হয়ে খাগড়াছড়িতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৫ তম জেলা সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ১১টায় জেলা সদরের টাউন হলে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খাগড়াছড়ি জেলা কমান্ড্যান্ট কার্যালয় এ সমাবেশের আয়োজন করে।
খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে ও জেলা কমান্ড্যান্ট মো. আরিফুর রহমান (পিপিএম) এর সার্বিক ব্যবস্থাপনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিচালক ড. মো. সাইফুর রহমান।
এছাড়াও সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, শাখা অধিনায়ক খাগড়াছড়ি (ডিজেএফআই) কর্ণেল আব্দুল্লাহ মো. আরিফ, খাগড়াছড়ি সেক্টর কমান্ডার (বিজিবি) কর্ণেল মো. আব্দুল মোত্তাকিম, খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, মানিকছড়ি আনসার ব্যাটালিন পরিচালক মো. সাজেদুর রহমান, যুগ্ম পরিচালক খাগড়াছড়ি (এনএসআই) নাছির মাহমুদ গাজী সহ বাহিনী ও প্রশাসনের বিভিন্ন পদবির কর্মকর্তাবৃন্দ।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সবচেয়ে বড় আধা সামরিক বাহিনী। প্রতিষ্ঠা লগ্ন থেকেই শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তা সহ দেশের ক্রান্তিকালে বিভিন্ন সময়ে বাহিনীটির অবদান উল্লেখযোগ্য।
সমাবেশে জেলার বিভিন্ন উপজেলায় কর্মরত আনসার সদস্য, ইউনিয়ন দলনেতা-দলনেত্রী, ভিডিপি সদস্য সহ বিভিন্ন পদবির সদস্য-সদস্যাদের কর্মদক্ষতার উপর ভিত্তি করে সাইকেল, সেলাই মেশিন, ছাতা সহ বিভিন্ন ধরনের পুরস্কার প্রদান করা হয়। এর আগে বেলুন উড়িয়ে সমাবেশের উদ্বোধন করেন, প্রধান অতিথি সহ অনান্য অতিথিরা।
সমাবেশে প্রধান অতিথি বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের একটি বৃহত্তর আধা সামরিক বাহিনী। এই বাহিনীর সদস্যরা নিয়মিত কার্যক্রমের পাশাপাশি দেশের প্রতিটি দুর্যোগ ও ক্রান্তিকালে দেশ ও সমাজের শান্তি-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ সময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যের দেশ মাতৃকার জন্য নিরলসভাবে কাজ করে যাওয়ার কথাও বলেন তিনি