খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য খোকনেশ্বর ত্রিপুরা পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে খাগড়াছড়ি জেলা শহরের সুইচ গেইট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, খোকনেশ্বর ত্রিপুরার বিরুদ্ধে গত বছরের জুলাই-আগষ্টে ছাত্র-জনতার উপর হামলা ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার বাসভবনসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় একাধিক মামলা রয়েছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা জানান, নাশকতার প্রস্তুতিকালে তাকে আটক করা হয়। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।