খাগড়াছড়ির রামগড়ে মোঃ মহিন উদ্দিন (৪৪) নামে এক মাদক ব্যবসায়ীকে ৩০০ গ্রাম গাঁজা সহ আটক করেছে রামগড় থানা পুলিশ। শনিবার রাতে পৌরসভার গর্জনতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যাবসায়ী মহিন উদ্দিন রামগড় পৌরসভার গর্জনতলী এলাকার বাসিন্দা মৃত আব্দুল করিম মোল্লার বড় ছেলে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান, গোপন সংবাদের ভিক্তিতে তারা মাদক ব্যবসায়ী মহিন উদ্দিনকে গাঁজাসহ আটক করেছেন। তার বিরুদ্ধে দীর্ঘদিনের মাদক ব্যবসার অভিযোগ ছিলো। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।