খাগড়াছড়ি প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি স্থিতিশীলতা এবং উন্নয়নে স্থানীয় সাংবাদিকরা অংশীজন হিসেবে অনন্য ভূমিকা পালন করছেন। রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে বিষয়টি খু্ব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে বলে মন্তব্য করেছেন খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান।
আজ বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি শহরের আদালত সড়কে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) কার্যালয় পরিদর্শন ও সংগঠনের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাতে তিনি এসব মন্তব্য করেন।
ব্রিগেডিয়ার আমান হাসান আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের সার্বভৌমত্ব, সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিতে পেশাদারীত্বের সাথে সংবাদ তোলে ধরার আহ্বান করেন।
এ সময় খাগড়াছড়ি রিজিয়নের জিএসও টু ইন্ট. মেজর কাজী মোস্তফা আরেফিন, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুস, সাধারণ সম্পাদক ইশতেয়াক আহম্মেদ নিপু, সহ-সভাপতি কানন আচার্য, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম রাজু সহ ইউনিয়নের সদস্য ও পেশাজীবী সাংবাদিকরা উপস্থিত ছিলেন।