খাগড়াছড়িতে ২৪ আর্টিলারি ব্রিগ্রেড, গুইমারা রিজিয়নের অভিযানে ৮৮ লক্ষ ১৮ হাজার ৬৫০ টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি, সিগারেট ও আতসবাজি জব্দ করা হয়েছে।
জানা যায়, গত ২৫ মার্চ গভীর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৪ আর্টিলারি ব্রিগেড, গুইমারা রিজিয়নের জিএসও-২ (ইন্ট) মেজর মিয়ান সাইফুল ইসলাম (পিএসসি) এর নের্তৃত্বে একটি সি টাইপ টহল দল গুইমারা এমপি চেকপোষ্টে এস এ পরিবহন সার্ভিসের একটি গাড়ি (ঢাকা মেট্রো উ-১৪০৭৯৯) খাগড়াছড়ি থেকে ফেনী যাওয়ার সময় আটক করে তল্লাসী চালায়। এ সময় গাড়ি থেকে মালিকবিহীন বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট, শাড়ি কাপড়, আতসবাজী দ্রব্য সামগ্রী জব্দ করা হয়।
জব্দকৃত দ্রব্যগুলো হলো, শাড়ি ৪ কাটুন ৯৭টি, আতসবাজি ৪ কাটুন, টাইগার আতসবাজি ৫৪৫০টি, কিটকাট আতসবাজি ১৪৬৫টি, সিগারেট ১৪ কাটুন, ওরিস সিগারেট ১৪৬১কাটুন, পেটরন সিগারেট ২৭২২ কাটুন, মন্ড সিগারেট ৯৮ কাটুন, ব্লেক ফুর্টস ২১১ কাটুন। জব্দকৃত এসব দ্রব্যের আনুমানিক বাজার মূল্য ৮৮ লক্ষ ১৮ হাজার ৬৫০ টাকা বলে ধারণা করা হচ্ছে।
পরবর্তীতে ৮ এপ্রিল (মঙ্গলবার) পর্যন্ত জব্দকৃত দ্রব্যের প্রকৃত মালিকের জন্য অপেক্ষা করা হয়। এক পর্যায়ে প্রকৃত মালিক না পাওয়ায় ২৪ আর্টিলারি ব্রিগেড, গুইমারা রিজিয়ন কর্তৃক আজ ৯ এপ্রিল (বুধবার) দুপুরে জব্দকৃত দ্রব্য সামগ্রীগুলো গুইমারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গুইমারা থানা সূত্র জানায়, জব্দকৃত মালামাল আইনি প্রক্রিয়া শেষে খাগড়াছড়ি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।