ঢাকা, ১৫ মার্চ ২০২৫, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজাদুল ইসলাম মাস দুয়েক আগে রাজধানীতে ব্যক্তিগত কাজে গিয়ে নিখোঁজ হন। ৮ জানুয়ারি ২০২৫ তারিখে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো খোঁজ না পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “আজাদুল ইসলামকে খুঁজে না পাওয়ায় তার পরিবার ও দলের নেতাকর্মীদের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানানো হলেও দুই মাস পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান মেলেনি।”
বিবৃতিতে আরও জানানো হয়, নিখোঁজ নেতার ছেলে সিহাব তন্ময় নবাবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আইনশৃঙ্খলা বাহিনী তার সন্ধান দিতে ব্যর্থ হয়েছে।
বিএনপি মহাসচিব সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানাই, অবিলম্বে আজাদুল ইসলামকে খুঁজে বের করে তার পরিবারের কাছে হস্তান্তর করুন।”
উল্লেখ্য, আজাদুল ইসলামের নিখোঁজ হওয়ার ঘটনা নিয়ে স্থানীয় নেতাকর্মী ও তার পরিবারের সদস্যদের মধ্যে ব্যাপক উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।