৫ আগস্টের পর দেশে খোলা হওয়া বিভিন্ন পর্নোগ্রাফির ওয়েবসাইট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী শুক্রবার (১৪ মার্চ) থেকে এসব ওয়েবসাইট বন্ধ করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, “দেশের সামাজিক মূল্যবোধ ও যুবসমাজকে সুরক্ষিত রাখতে সরকার এই পদক্ষেপ নিচ্ছে। ১৪ মার্চ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পর্নোগ্রাফি ওয়েবসাইটগুলো বন্ধের প্রক্রিয়া শুরু করবে।”
সরকারের এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিশেষজ্ঞদের মতে, এটি তরুণ সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যা তাদের সুস্থ বিনোদনের দিকে মনোযোগী হতে উৎসাহিত করবে।