পিরোজপুরের নাজিরপুরে বিএনপির তিন নেতার বিরুদ্ধে একটি লোহার সেতুর ছাউনির ঢালাই ভেঙে রড চুরির অভিযোগ উঠেছে। ঘটনাটি সোমবার গভীর রাতে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের উত্তর বানিয়ারী গ্রামে ঘটে।
এ বিষয়ে মঙ্গলবার রাতে মাটিভাঙ্গা ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শহিদুল ইসলাম হেকমত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সরদার সাফায়েত হোসেন শাহীনসহ তিনজনকে দায়ী করেন। বাকি দুই অভিযুক্ত হলেন ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক হেদায়েত ইসলাম ও ছাত্রদলের সাবেক নেতা জাহিদুল ইসলাম।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, উত্তর বানিয়ারী গ্রামের রিপন শিকদারের বাড়ির সামনে থাকা লোহার সেতুর ছাউনির ঢালাই গভীর রাতে ভেঙে ফেলে সেখান থেকে লক্ষাধিক টাকার রড চুরি করা হয়। স্থানীয়দের বাধা দেওয়ার চেষ্টা করলে অভিযুক্তরা তাদের প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ রয়েছে।
এ প্রসঙ্গে বিএনপি নেতা সরদার সাফায়েত হোসেন শাহীন মোবাইল ফোনে জানান, তিনি এ ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন।
এদিকে, নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভূঁইয়া জানান, অভিযোগটি পেয়েছেন এবং মামলা নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী মো. মাহমুদুল হাসান জানান, এক বছর আগে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে সেতুটির ছাউনির ঢালাই সম্পন্ন হয়েছিল। তারা ইতোমধ্যেই এ ঘটনা সম্পর্কে অবগত হয়েছেন।