সংবাদ প্রতিবেদন:
জাপানের উত্তরাঞ্চলীয় জেলা আইওয়াতে ভয়াবহ দাবানলে পুড়ছে, যা গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় অগ্নিকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। দাবানলটির সূত্রপাত হয় গত বৃহস্পতিবার, উত্তরাঞ্চলীয় শহর অফুনাতো থেকে, যেখানে আগুনের তাণ্ডবে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ইতোমধ্যে অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন একজন।
দুর্যোগ মোকাবিলা সংস্থার তথ্য অনুযায়ী, বর্তমানে আগুন ছড়িয়ে পড়েছে প্রায় ৫,২০০ একর জুড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২ হাজারেরও বেশি কর্মী কাজ করছে।
অফুনাতো শহরের আবহাওয়া সাধারণত মার্চ মাসে শুষ্ক থাকে। তার ওপর, ফেব্রুয়ারি মাসে সেখানে মাত্র ২.৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা গত ২০ বছরের মধ্যে সর্বনিম্ন। অথচ সাধারণত এই সময় গড় বৃষ্টিপাত হয় ৪১ মিলিমিটার।
জাপানের মোট আয়তন ৩ লাখ ৭৭ হাজার ৯৭৫ বর্গকিলোমিটার এবং এতে রয়েছে ৪৭টি জেলা। দাবানল নিয়ন্ত্রণে আইওয়াতের পাশে থাকা ১৬টি জেলার দমকল কর্মীদের মোতায়েন করা হয়েছে, পাশাপাশি ১৬টি হেলিকপ্টার ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।