পাহাড়ের অন্যতম পর্যটন কেন্দ্র রাঙামাটির সাজেক ভ্যালিতে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
২৪ ফেব্রুয়ারি (সোমবার) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে অবকাশ রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানাযায়। যা দ্রুত আশপাশের প্রায় ৩০টি রিসোর্টে ছড়িয়ে পড়ে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আকতার জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও স্থানীয়রা কাজ করছে। সাজেকে ফায়ার সার্ভিসের কোনো ইউনিট না থাকায়, খাগড়াছড়ির দীঘিনালা থেকে ফায়ার সার্ভিস রওনা হয়েছে।
এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। তবে, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য এখনও নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল আগুন নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এদিকে, আগুন নেভাতে ও জানমালের ক্ষয়ক্ষতি রোধে ২৭ ও ৫৪ বিজিবি আগুন নেভাতে যুক্ত হয়েছে।