সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) কর্মচারী ও ক্যাম্পাসের আশেপাশের এলাকার শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের কর্মচারী ও ক্যাম্পাসের আশেপাশের এলাকার প্রায় দুই শতাধিক মানুষের মাঝে তারা কম্বল বিতরণ করেন।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রাণী পুষ্টি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জসিম উদ্দিন, কৌলিবিজ্ঞান ও প্রাণী প্রজনন বিভাগের অধ্যাপক ড. আতাউর রহমান ও জাতীয় নাগরিক কমিটির কৃষি বিষয়ক সম্পাদক গোলাম মর্তুজা সেলিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহমুদুর রহমান, আল হোসাইনসহ সিকৃবির বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে অধ্যাপক ড. জসিম উদ্দিন বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ধন্যবাদ জানাই এমন সুন্দর একটি সমাজসেবা মূলক কার্যক্রমের জন্য। আশাকরি আগামীতেও বিশ্ববিদ্যালয়সহ দেশ ও জাতির ক্রান্তিলগ্নে তাঁরা কাজ করে যাবে।’
কৌলিবিজ্ঞান ও প্রাণী প্রজনন বিভাগের অধ্যাপক ড. আতাউর রহমান বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্রদের এমন একটি মহৎ কাজের মধ্যে আমি থাকতে পেরে অনেক ভালো লাগছে। আমাদের সকলের উচিত নিজ নিজ অবস্থান থেকে দেশ ও জাতির জন্য এমন নিঃস্বার্থভাবে কাজ করে যাওয়া।’
অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির কৃষি সম্পাদক গোলাম মর্তুজা সেলিম বলেন, ‘সরকারের উচিত ছিলো অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো, কিন্তু এই কাজে সরকার বরাবরের মতোই ব্যর্থ হয়েছে বলে আমি মনে করছি। তাই আমরা আমাদের ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে যতটুকু সম্ভব তা নিয়ে আপনাদের দরজায় হাজির হয়েছি।’
উল্লেখ্য, ইতঃপূর্বে সিকৃবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দুইবার শীতবস্ত্র বিতরণ করা হয়।