বান্দরবানের লামার সরই ইউনিয়নের ৯নং ওয়ার্ড লুলাইং এলাকা থেকে ৭জন শ্রমিককে অপহরনের অভিযোগ উঠেছে।
রবিবার (২ফেব্রুয়ারী) ১২টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে লামার সরই ইউনিয়নের লুলাইং এলাকায় একদল শ্রমিক কাঠ কাটতে যায়। এসময় সেখানে একদল সন্ত্রাসী কাঠ কাটা অবস্থায় ৭জন শ্রমিককে অপহরন করে নিয়ে যায়। তবে কে বা কারা অপহরণের সাথে জড়িত তা জানা যায়নি। শ্রমিকদের নাম পরিচয়ও জানা যায়নি।
সরই ইউপি চেয়ারম্যান ইদ্রিস চৌধুরী বলেন, সকালে কয়েকজন শ্রমিক কাজ করতে গেলে আমার ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের লুলাইং এলাকা থেকে ৭জন শ্রমিককে অপহরন করে নিয়ে গেছে। এখনো তাদের নাম পরিচয় জানা যায়নি।
বান্দরবান পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার বলেন, অপহরণের খবর শুনে সেখানকার ফাড়ির ইনচার্জকে নির্দেশ দেয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রওনা দিয়েছে। তবে এলাকাটি অনেক দূর্গম তাই খবর পেতে আরো সময় লাগবে। এখনো অপহরণকারী কিংবা শ্রমিকদের পরিচয় পাওয়া যায়নি বলেও জানান তিনি।