-
বিশ দিনের মাথায় পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গার তাইন্দংয়ের তানাক্কাপাড়া সীমান্ত দিয়ে আবারো নারী ও শিশুসহ ১৩ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী- বিএসএফ। এদের মধ্য দুই জন পুরুষ, পাঁচ জন নারী ও ছয় জন শিশু রয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) ভোরের দিকে তাদেরকে মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের তানাক্কাপাড়া সীমান্ত দিয়ে পুশইন করে বিএসএফ।
বিষয়টি নিশ্চিত করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম বলন, মাত্র বিশ দিনের মাথায় আবারো নারী, পুরুষ ও শিশুসহ ১৩ জনকে জোরপূর্বক পুশইন করে বিএসএফ।
পুশইন করা ১৩ জন বর্তমানে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে বিজিবির হেফাজতে রয়েছে। তাদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। তারা যদি বাংলাদেশি নাগরিক হয় সেক্ষেত্রে তাদেরকে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পরিচয় শনাক্তের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান ইউএনও মনজুর আলম।
পুশইন করা ব্যাক্তিদের বরাত দিয়ে মাটিরাঙ্গার তবলছড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. ওসমান আলী বলেন, পুশইন হওয়া ব্যাক্তিরা ভারতের মহারাষ্ট্রে ইটভাটা শ্রমিক এবং রাজমিস্ত্রী হিসেবে কাজ করতেন। তাদের কেউ বিশ বছর কেউবা নয় বছর আগে ভারতে যান বলেও জানান তিনি।
প্রসঙ্গত, এর আগে ৩০ মে নারী, পুরুষ ও শিশুসহ ১৪ জনকে জোরপূর্বক পুশইন করে বিএসএফ।
মাটিরাঙ্গা সীমান্তে ফের ১৩ নারী-শিশুকে পুশইন
এই বিভাগের আরও খবর
Add A Comment
সম্পাদক: অ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার
প্রকাশক: মো: মনির হোসেন
ঠিকানা
৮ম তলা, হক টাওয়ার, ৪৬/৬ বাগানবাড়ি, বণশ্রী রামপুরা,ঢাকা-১২১৯
সিরাজুল ইসলাম বিল্ডিং (৩য় তলা), শাপলা চত্বর, খাগড়াছড়ি
© 2025 Anusandhan.news || Developed by MicroWeb Technology Ltd.

