ইরানের কৌশলগত বিষয়ক উপ-রাষ্ট্রপতি জাভেদ জারিফ দীর্ঘদিনের আইনি বিরোধের পর অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার (৩ মার্চ) এক্স-এ দেওয়া পোস্টে তিনি জানান, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সরকারে তিনি গত ৯ মাস ধরে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তবে গত ছয় মাস ধরে তিনি এবং তার পরিবার অবমাননা, অপবাদ ও হুমকির শিকার হয়েছেন।
নিজের নিয়োগ নিয়ে চলমান বিতর্কের বিষয়ে তিনি মন্তব্য করে বলেন, এটি তার ৪০ বছরের রাজনৈতিক জীবনের “সবচেয়ে তিক্ত” অভিজ্ঞতা। সমালোচকরা তার নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, কারণ তার সন্তানরা যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করায় স্বয়ংক্রিয়ভাবে সে দেশের নাগরিক হয়েছেন।
জারিফ তার পদত্যাগপত্রে উল্লেখ করেন যে, তিনি অতীতে ইরানের জাতীয় স্বার্থ রক্ষায় বহু অপমান ও বিকৃত তথ্যের শিকার হয়েছেন, কিন্তু দেশ ও জনগণের স্বার্থে নীরব থেকেছেন। বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন তাকে পদত্যাগের পরামর্শ দেন এবং পরিস্থিতি আরও জটিল না করার স্বার্থে বিশ্ববিদ্যালয়ে ফিরে যাওয়ার পরামর্শ দেন।
তিনি আশা প্রকাশ করেন যে, তার পদত্যাগের মাধ্যমে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে এবং সরকারের সাফল্যের পথে থাকা প্রতিবন্ধকতাগুলো দূর হবে।
উল্লেখ্য, জারিফ ইরানের সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানির সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আট বছর দায়িত্ব পালন করেন এবং ২০১৫ সালের ঐতিহাসিক পরমাণু চুক্তির অন্যতম প্রধান আলোচক ছিলেন।