টানা ১০ বছরেরও অধিক সময় চাকুরী শেষে খাগড়াছড়ির পানছড়িতে এক ইমামকে রাজকীয় বিদায় দিয়েছেন এলাকাবাসী ও যুবসমাজ। শনিবার দুপুরে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। এসময় পানছড়ি উপজেলার মোল্লাপাড়া মসজিদ থেকে স্বেচ্ছায় অবসরে যাওয়া ইমাম মাওলানা তাওহিদুল ইসলামকে ফুলের মালা পরিয়ে, সম্মাননা ক্রেস্ট প্রদান করা স্থানীয়রা। পরে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে আলুটিলা পর্যটন কেন্দ্র ঘুরিয়ে, ফুলসজ্জিত গাড়িতে হুজুরের নিজ বাড়ি চট্রগ্রাম পৌঁছে দেওয়া হয়।
বিদায় সংবর্ধনায় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ আইয়ুব আলী, সাধারণ সম্পাদক মোঃ আবছার, অনুষ্ঠান আয়োজক কমিটির সভাপতি-মোঃ মহি উদ্দিন মহিন, সাধারণ সম্পাদক মোঃ রনি, সঞ্চালনায় আব্দুল কাদের সহ বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।
স্থানিয়রা বলেন, ইমাম সাহেব শুধু ইমামতি করেননি, জীবনের নানা দিকনির্দেশনা দিয়ে সমাজকে সঠিক পথে পরিচালিত করেছেন। তার দীর্ঘ অবদানের স্বীকৃতিস্বরূপ আমরা এই সম্মাননা প্রদান করেছি।
বিদায়ের মুহূর্তে আবেগমাখা কণ্ঠে ইমাম মাওলানা তাওহিদুল ইসলাম বলেন, জীবনের বড় একটি অংশ এখানে কেটেছে। আপনাদের যেই সংবর্ধনা ও সম্মাননা দিয়েছেন তা আমার বিবাহের আনন্দের চাইতে বেশি আনন্দ পেয়েছি।

