যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নতুন ভ্রমণ নিষেধাজ্ঞার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন, যা ৪৩টি দেশের নাগরিকদের বিভিন্ন মাত্রায় প্রভাবিত করতে পারে। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, এই নিষেধাজ্ঞা ট্রাম্পের প্রথম মেয়াদের তুলনায় আরও কঠোর হতে পারে।
রয়টার্সের তথ্যমতে, ৪১টি দেশ এ নিষেধাজ্ঞার আওতায় আসতে পারে, যা তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম ভাগের দেশগুলোর নাগরিকদের ওপর সম্পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা থাকবে, যার মধ্যে রয়েছে আফগানিস্তান, ইরান, সিরিয়া, কিউবা ও উত্তর কোরিয়া। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরও কয়েকটি দেশের নাম যুক্ত করা হয়েছে, যার মধ্যে ভুটান, লিবিয়া, সোমালিয়া, সুদান, ভেনিজুয়েলা ও ইয়েমেন রয়েছে।
দ্বিতীয় ভাগের দেশগুলোর ক্ষেত্রে নতুন ভিসা দেওয়া বন্ধ থাকবে, বিশেষ করে ভ্রমণ ও শিক্ষার্থী ভিসার ওপর কড়াকড়ি আরোপ করা হবে। এই তালিকায় রয়টার্সের তথ্য অনুযায়ী ইরিত্রিয়া, হাইতি, লাওস, মিয়ানমার ও দক্ষিণ সুদান রয়েছে, যেখানে নিউইয়র্ক টাইমস আরও কয়েকটি দেশ যোগ করেছে, যেমন বেলারুশ, পাকিস্তান, রাশিয়া, সিয়েরা লিওন ও তুর্কমিনিস্তান।
তৃতীয় ভাগে থাকা ২২ থেকে ২৬টি দেশের নাগরিকদের মার্কিন ভিসা আংশিকভাবে স্থগিত হতে পারে। তবে দেশগুলো যদি ৬০ দিনের মধ্যে ভিসা যাচাই-বাছাই প্রক্রিয়ায় প্রয়োজনীয় পরিবর্তন আনে, তাহলে নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করা হবে।
এ বিষয়ে এখনো মার্কিন প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের অনুমোদন পাওয়া যায়নি, এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে, ট্রাম্পের অভিবাসন নীতির ধারাবাহিকতায় এটি আরও কঠোর পদক্ষেপ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।