চট্টগ্রামের মিরসরাই উপজেলার ছোট ফরিংগা সীমান্তে বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজা জব্দ করেছে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)। সোমবার (২ ডিসেম্বর) রাতে সীমান্তে ফাঁদ পেতে পরিচালিত এ অভিযানে ভারতীয় দুই চোরাকারবারী মালামাল ফেলে পালিয়ে যায় বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, সোমবার রাত ৯টার দিকে ভারত থেকে দুই চোরাকারবারীকে বাংলাদেশের দিকে অগ্রসর হতে দেখে ছোট ফরিংগা বিওপির টহলদল। তালতলী এলাকায় সীমান্ত পিলার ২২০৩/৬ আরবি থেকে প্রায় ২০০ গজ ভেতরে ফাঁদ পেতে থাকা টহলদল চোরাকারবারীদের চ্যালেঞ্জ করলে তারা সঙ্গে থাকা দুটি বস্তা ফেলে দ্রুত ভারতের দিকে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তাগুলো থেকে ২০টি ছোট প্যাকেটে মোড়ানো মোট ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, মাদক চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সীমান্তে মাদক, চোরাচালান, মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে রামগড় ব্যাটালিয়ন। একই সঙ্গে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন করা এবং তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

