খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের অধিনস্থ মাটিরাঙ্গা জোনের সেনা অভিযানে রিপন ত্রিপুরা নামে এক ইউপিডিএফ (মূল) দলের সহকারী চাঁদা কালেক্টর গ্রেফতার করা হয়েছে।
শনিবার ২৯ নভেম্বর সকালে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাটিরাঙ্গা জোনের একটি স্পেশাল টহলদল মাটিরাঙ্গা জোনর আওতাধীন রসুলপুর রাবার বাগান নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালানা করে ইউপিডিএফ (মূল) এর সহকারী কালেক্টর রিপন ত্রিপুরাকে গ্রেফতার করা হয়।
এসময় তল্লাশি করে তার কাছ থেকে ১ টি ওয়াকিটকি, ২ টি মোবাইল ফোন, ১ টি চাঁদা আদায়ের রশিদ বই ও নগদ ৪০০ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিকে বিকালে মাটিরাঙ্গা পুলিশ স্টেশনে হস্তান্তরের করা হয় বলে মাটিরাঙ্গা থানার পুলিশ সত্যতা নিশ্চিত করেছেন ।

