পার্বত্য চট্টগ্রামের গুইমারা রিজিয়নের আওতাধীন বাংলাদেশ সেনাবাহিনী (বিএ এসবি) সম্প্রতি একটি গুরুত্বপুর্ণ মানবিক ও উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়ন করেছে। দূর্গম পাহাড়ি অঞ্চলের লক্ষীছড়ি জোন কর্তৃক পরিচালিত এই উদ্যোগের অংশ হিসেবে বর্মাছড়ি মুখ উচ্চ বিদ্যালয়- ছাত্রাবাস সংযোগকারী- এক ঝুঁকিপূর্ণ, খাড়া পাহাড়ি পথে একটি স্থায়ী এবং নিরাপদ সিড়ি নির্মাণ করা হয়েছে।
দীর্ঘসময় ধরে পাহাড়ি শিক্ষার্থীরা দিনে-রাতেই ঝুঁকি নিয়ে ওই ঢালু পথ ব্যবহার করতো। বিশেষ করে বর্ষাকালে সেই পথ আরও বিপজ্জনক হয়ে উঠতো। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে লক্ষীছড়ি জোন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে সিড়ি নির্মাণ সম্পন্ন করেছে, যার ফলে নির্মাণের পর থেকে শিক্ষার্থীদের প্রতিদিনের যাতায়াত এখন অনেক সহজ, নিরাপদ ও নির্বিঘ্ন হয়েছে।
এ ছাড়া, সেনাবাহিনীর পক্ষ থেকে বার্মাছড়ি মুখ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার উপকরণ বিতরণ করা হয়। এ সুযোগে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও শিক্ষার্থীদের সঙ্গে প্রীতিমূলক ফুটবল খেলায় অংশ নেয়। খেলাধুলার সামগ্রী ও প্রীতি-মেলায় শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দিত হয় এবং এই ধরনের মানবিক উদ্যোগ তাদের মনোবল ও উৎসাহ অনেকদূর পর্যন্ত বাড়িয়েছে।
স্থানীয় পাহাড়ি জনগণ ও বিদ্যালয় কর্তৃপক্ষ এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে। তারা জানিয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর এমন মানবিক ও উন্নয়নমূলক পদক্ষেপ তাদের স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা ও শিক্ষার সুযোগ বৃদ্ধিতে সহায়তা করবে।
বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে শান্তি, শৃঙ্খলা, শিক্ষা, উন্নয়ন এবং মানবিক সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রেখে তারা পাহাড়ি জনপদের মানুষদের পাশে থাকবে।

