‘পাহাড়কে সন্ত্রাস ও চাঁদাবাজির অভয়ারণ্য হতে দেয়া হবে না। অচিরেই সকল সন্ত্রাসী শক্তিকে কঠোর হাতে দমন করা হবে’। বলেছেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান মাহমুদ।
তিনি আজ শনিবার (২৯ নভেম্বর) দুপুরে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন পানছড়ি সেনা সাবজোনের তারাবনছড়া এলাকায় স্থানীয়দের সাথে মতবিনিময় ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও দুস্ত, অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
তিনি আরও বলেন, পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সকল জনগোষ্ঠীর শান্তি ও নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী কাজ করছে এবং শান্ত পাহাড়ে অস্থিতিশীলতার কোনো সুযোগ দেয়া হবে না।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- খাগড়াছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. খাদেমুল ইসলাম, খাগড়াছড়ি ডিজিএফআই কর্নেল মো. আতিক, লোগাং ৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রবিউল ইসলাম, রিজিয়নের স্টাফ অফিসার মেজর (জি-টু-আই) কাজী মোস্তফা আরেফিন, পানছড়ি সাবজোন কমান্ডার মেজর রিফাতসহ রিজিয়ন, সদর জোন, পানছড়ি সাবজোন ও লোগাং ৩ বিজিবির উর্ধ্বতন কর্মকর্তারা।
এছাড়া স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন, পানছড়ি লোগাং ইউপি চেয়ারম্যান জয় কুমার চাকমা, চেঙ্গি ইউপি চেয়ারম্যান আনন্দ জয় চাকমা, ইউপি সদস্য মো. শাহেব আলী, বিভিন্ন হেডম্যান-কার্বারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মতবিনিময় সভা শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী, তিন শতাধিক শীতবস্ত্র (কম্বল) এবং স্থানীয়দের জন্য বিনামূল্যে মেডিকেল স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

