রাঙামাটির কাউখালী উপজেলার দুর্গম ঘাগড়া ইউনিয়নের হারাঙ্গীপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে আজ সোমবার বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়। রাঙামাটি রিজিয়নের আওতাধীন সদর জোনের সহযোগিতায় আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে নারী, শিশু ও প্রবীণসহ সীমিত সংখ্যক স্থানীয় জনগণ চিকিৎসা গ্রহণ করেন।
ক্যাম্পে মেজর মিনহাজুল আবেদিনের নেতৃত্বে রাঙামাটি জেনারেল হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আবিদ দাশ, গাইনি বিশেষজ্ঞ মেজর জান্নাতুন নাঈম এবং মেডিকেল অফিসার ক্যাপ্টেন নাহিদা আক্তার চিকিৎসা প্রদান করেন। প্রায় দুই লক্ষ টাকার ওষুধ ও চিকিৎসা সামগ্রী বিনামূল্যে বিতরণ করা হয়।
তবে স্থানীয় সূত্রে জানা যায়, পার্বত্য চুক্তি বিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ এলাকাবাসীর ওপর ভয়ভীতি ও চাপ সৃষ্টি করে, যাতে তারা সেনাবাহিনীর পরিচালিত ক্যাম্পে অংশ না নেয়। তবুও সেনাবাহিনীর সদস্যরা মানবিক দৃষ্টিভঙ্গি ও ধৈর্য ধরে নির্ধারিত সময় পর্যন্ত চিকিৎসা কার্যক্রম চালিয়ে যান।
মেজর মিনহাজুল আবেদিন বলেন, “দুর্গম পাহাড়ি জনগোষ্ঠীর কল্যাণে সেনাবাহিনী নিয়মিতভাবে চিকিৎসা, শিক্ষা ও মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে।”
চিকিৎসা সেবা নিতে আসা স্থানীয়রা সেনাবাহিনীর এ উদ্যোগে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, ইউপিডিএফের বাধা জনগণের মৌলিক অধিকারকে ক্ষুণ্ন করে, অথচ সেনাবাহিনী প্রকৃত অর্থেই মানবতার সেবক হিসেবে পাশে দাঁড়িয়েছে।
এই উদ্যোগ পাহাড়ি ও সমতলের মানুষের মাঝে আস্থা, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করেছে।

