গাজীপুরের শ্রীপুরে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জুবায়ের আল মামুনের বাড়ি থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পাঁচজনকে আটক করেছে। তবে প্রধান অভিযুক্ত জুবায়ের আল মামুন এখনো পলাতক।
শুক্রবার রাতে ডিবি পুলিশ পৃথক অভিযান চালিয়ে গাজীপুর, শ্রীপুর এবং ময়মনসিংহের ভালুকা এলাকা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন: ইমরান হোসেন (২২), আশিকুল ইসলাম (১৯), মেহেদী হাসান ইমন (২৩), শাহারিয়ার রহমান সাদাফ (২২) এবং মোজাম্মেল হাসান রোমান (২২)
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসমত উল্লাহ জানান, আটক শাহারিয়ার রহমান সাদাফের তথ্যের ভিত্তিতে তার ফুফাতো ভাই জুবায়ের আল মামুনের (আব্দুল খালেকের ছেলে, কাওরাইদ বাজার এলাকা) বাড়িতে অভিযান চালানো হয়। মামুনের ঘরের ওয়্যারড্রব তল্লাশি করে একটি পিস্তল, তিনটি গুলি এবং দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় মামুন পালিয়ে যান।
এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত পাঁচজনকে শনিবার আদালতে হাজির করা হয়েছে। এত বড় অভিযোগ ওঠার পরও পলাতক প্রধান অভিযুক্ত জুবায়ের আল মামুনের বিরুদ্ধে ছাত্রদলের পক্ষ থেকে এখনও কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানা গেছে।

