সুদের টাকা শোধ করতে না পারায় কুমিল্লার চান্দিনায় আলী আকবর (৭০) নামে এক বৃদ্ধকে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে আড়াই ঘণ্টা ধরে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে। সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই অমানবিক ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের রসুলপুর গ্রামের বোরহান নামের এক ব্যক্তির বিরুদ্ধে এই বর্বর নির্যাতনের অভিযোগ। রসুলপুর গ্রামেরই বাসিন্দা আলী আকবর তার ছেলেকে বিদেশে পাঠানোর জন্য প্রায় দুই বছর আগে বোরহানের কাছ থেকে ৭০ হাজার টাকা ঋণ নেন। বোরহান এই টাকার বিপরীতে সুদসহ ১ লাখ ৫০ হাজার টাকা দাবি করে আসছিলেন।
ভুক্তভোগীর ছেলে ইব্রাহীম জানান, পাওনা টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় বোরহান তার বাবাকে ধরে নিয়ে রসুলপুর গ্রামের মধ্যপাড়া রাস্তার পাশে মসজিদ সংলগ্ন একটি বিদ্যুতের খুঁটিতে বেঁধে রেখে নির্যাতন করেন। প্রায় আড়াই ঘণ্টা খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় থাকার কারণে আলী আকবর হৃদযন্ত্রের সমস্যায় অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এদিকে, এই নির্যাতনের ঘটনা অনেকেই মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে দ্রুত সমালোচনার ঝড় ওঠে। বোরহান ও তার বাবার (আবুল কালাম) মতো সুদের ব্যবসায়ীদের শাস্তির দাবি জানান অনেকে।
এ বিষয়ে জানতে অভিযুক্ত বোরহানের মুঠোফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি ফোন কেটে দেন এবং পরে আর ফোন রিসিভ করেননি।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, পুলিশ ঘটনাটি সম্পর্কে অবগত। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র সময় টিভি

