আগামী কাল রোববার ভোর ৬ টা হতে খাগড়াছড়ি পৌর এলাকা ও সদর উপজেলা এবং জেলার গুইমারা উপজেলায় জারিকৃত ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা ও উপজেলা প্রশাসন।
শনিবার রাত ৯ টার পর থেকে আলাদা পরিপত্রে ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ মোতাবেক পৃথক আদেশে প্রত্যাহার করেন জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার ও গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আইরিন আকতার।
পরিপত্রে উল্লেখ করা হয়, পৌর এলাকা ও সদর উপজেলা ও গুইমারা উপজেলার বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ১৪৪ ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর আগে গত ২৭ সেপ্টেম্বর জেলা সদরের সিঙ্গিনালায় কিশোরী ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে জুম্ম ছাত্র-জনতার ডাকে জেলায় সকাল সন্ধ্যা অবরোধের চলাকালে পৌর এলাকা ও সদর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি ঘটায় জানমালের ক্ষতি সাধনের আশঙ্কা থাকায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। একইসাথে গুইমারা উপজেলায়ও জারি করে ১৪৪ ধারা।

