দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের শান্তিপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে একটি তাজা কার্তুজ এবং চারটি খালি খোসা রয়েছে।
গত বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে শান্তিপুর এলাকার কলিচিতি চাকমার বাড়ির পূর্ব পাশে একটি বাঁশঝাড়ের নিচ থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা থানার এসআই মোস্তক আহামদ, এসআই মো. হারুন অর রশিদ, এএসআই বিষ্ণু কান্তি দে এবং মোবাইল-২ দলের এএসআই জাহিদুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল অভিযান পরিচালনা করে।
দীঘিনালা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া জানান, “পুলিশ পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার করেছে। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। তদন্ত চলমান রয়েছে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।