সোনা পাচারের অভিযোগে দুবাই থেকে ফেরার সময় বেঙ্গালুরু বিমানবন্দরে গ্রেপ্তার হওয়া কন্নড় অভিনেত্রী রান্যা রাও গুরুতর অভিযোগ এনেছেন তদন্তকারী সংস্থার বিরুদ্ধে। রাজস্ব গোয়েন্দা অধিদফতর (ডিআরআই) কর্তৃক শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন বলে দাবি করেছেন তিনি।
রান্যার ভাষ্য অনুযায়ী, তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। গ্রেপ্তারের পর থেকে আদালতে হাজির করার আগ পর্যন্ত একাধিকবার তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। জেরার সময় তদন্তকারীরা ১০-১৫ বার চড় মেরেছেন বলে অভিযোগ করেছেন তিনি। তবুও তিনি জোরপূর্বক কোনো নথিতে স্বাক্ষর করতে রাজি হননি। এরপর নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায় এবং তাকে প্রায় ৫০-৬০টি টাইপ করা পৃষ্ঠা ও ৪০টি সাদা পাতায় স্বাক্ষর করতে বাধ্য করা হয়।
এছাড়াও রান্যা অভিযোগ করেছেন, গ্রেপ্তারের পর টানা ২৪ ঘণ্টা না খেয়ে, না ঘুমিয়ে একটানা জিজ্ঞাসাবাদের সম্মুখীন করা হয়েছে তাকে। ইতোমধ্যে তিনি ডিআরআইয়ের এডিজির কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।