রাঙ্গামাটির জুড়াছড়ি উপজেলার দুর্গম শৈয়ালপাড়া ও থাচিপাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিশুদ্ধ পানির প্রকল্প বাস্তবায়িত হয়েছে। এর ফলে দীর্ঘদিনের পানির সংকট থেকে মুক্তি পেয়েছে পাহাড়ি এলাকার শতাধিক পরিবার।
গত ২৫ নভেম্বর- ২০২৫ তারিখ থেকে সেনাবাহিনী রাঙামাটি জেলার দুর্গম ও সীমান্তবর্তী এলাকায় সশস্ত্র দলের আধিপত্য নির্মূল এবং সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি বিশেষ অভিযান পরিচালনা করছে। অভিযান চলাকালে নিরাপত্তা বাহিনীর সদস্যরা শৈয়ালপাড়া ও থাচিপাড়ার বাসিন্দাদের তীব্র বিশুদ্ধ পানির সংকটের বিষয়টি অবগত হন।
দুর্গম এই পাহাড়ি এলাকাগুলোতে স্থানীয় জনগণকে প্রতিদিন আনুমানিক ৪০০ থেকে ৬০০ ফুট নিচে অবস্থিত ঝিরি থেকে পানি সংগ্রহ করতে হতো, যা ছিল অত্যন্ত কষ্টসাধ্য ও ঝুঁকিপূর্ণ। এলাকাবাসীর এই দুর্ভোগ বিবেচনায় নিয়ে অভিযানিক কার্যক্রমের পাশাপাশি তাৎক্ষণিকভাবে পানির সংকট সমাধানে উদ্যোগ গ্রহণ করে সেনাবাহিনীর টহলদল।
রাঙ্গামাটি রিজিয়নের জুড়াছড়ি জোনের ব্যবস্থাপনায় গত ২১ ডিসেম্বর- ২০২৫ তারিখে শৈয়ালপাড়া ও থাচিপাড়ায় পৃথক দুটি পানির পয়েন্ট স্থাপন করা হয়। এর ফলে শৈয়ালপাড়ায় প্রায় ৬০ জন (১৬টি পরিবার) এবং থাচিপাড়ায় প্রায় ২০০ জন (৭৫টি পরিবার) নিজ নিজ বসতবাড়ির নিকটেই নিরাপদ ও বিশুদ্ধ পানির সুবিধা লাভ করছেন। প্রকল্পটি সম্পূর্ণভাবে বাংলাদেশ সেনাবাহিনীর অর্থায়নে বাস্তবায়ন করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পার্বত্য অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে সেনাবাহিনীর কঠোর অভিযান প্রয়োজন অনুযায়ী চলমান থাকবে। পাশাপাশি প্রান্তিক পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দুর্ভোগ লাঘবে জনকল্যাণমূলক কার্যক্রমও অব্যাহত থাকবে। বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে শান্তি, নিরাপত্তা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ বলে জানানো হয়েছে।

