দেশের সার্বভৌমত্ব রক্ষা, পার্বত্য চট্টগ্রামে শান্তি-সম্প্রীতি বজায় রাখা এবং সকল নাগরিকের ন্যায্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন করেছে সিএইচটি সম্প্রীতি জোট।
রোববার (১৮জানুয়ারি) দুপুরের দিকে খাগড়াছড়ি প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সংগঠনটি পার্বত্য চট্টগ্রামের সামগ্রিক বাস্তবতা তুলে ধরে ৯ দফা দাবি উত্থাপন করে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে শিগগিরই জেলার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও পথসভা আয়োজন করা হবে, যার মাধ্যমে সম্প্রীতির বার্তা সাধারণ মানুষের মাঝে পৌঁছে দেওয়া হবে। পার্বত্য চট্টগ্রামের সকল নাগরিকের অধিকার নিশ্চিতকরণ এবং মাতৃভূমির সার্বভৌমত্ব রক্ষায় চৌদ্দটি সম্প্রদায়ের পারস্পরিক সম্প্রীতি ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় করা জরুরি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সিএইচটি সম্প্রীতি জোটের মুখপাত্র পাইশিখই মারমা। তিনি বলেন, পার্বত্য অঞ্চলের দীর্ঘদিনের ভূমি সমস্যা সমাধানে পাহাড়ের ভূমি আইন সংশোধন, সকল জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করে ভূমি কমিশন পুনর্গঠন এবং পাহাড়ের সকল নাগরিকের জন্য স্থায়ী বন্দোবস্তি প্রদান করতে হবে।
তিনি আরও বলেন, পাহাড়ে বিরাজমান চাঁদাবাজি, সন্ত্রাস ও অবৈধ অস্ত্রের বিস্তার পার্বত্য অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য বড় হুমকি। এসব অপরাধ দমনে অবৈধ অস্ত্র উদ্ধার এবং পাহাড়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও কার্যকর মোতায়েন জরুরি।
সংবাদ সম্মেলন শেষে নেতৃবৃন্দ বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন নিশ্চিত করতে সকল সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও সম্প্রীতির বিকল্প নেই। এজন্য তারা ভবিষ্যতেও শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে তাদের ৯ দফা দাবি তুলে ধরেন।

