খাগড়াছড়ির রামগড় কাঁশিবাড়ি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় তিন বাংলাদেশি যুবককে আটক করেছে ৪৩ বর্ডার গার্ড ব্যালিয়ন (রামগড় জোন বিজিবি)।
শুক্রবার সকাল ৭টা ২০ মিনিটের সময় রামগড় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ কাঁশিবাড়ি বিওপির একটি টহল দল সীমান্তবর্তী বাংলাদেশের অভ্যান্তরে মেইন পিলার ২২১৭/৪ আরবি হতে কাঁশিবাড়ী নামক স্থানে হতে তাদের আটক করে।
আটককৃতরা হলেন- ভোলা জেলার লালমোহন থানার বাসিন্ধা শ্রী কৃষ্ণ দাস (২১), হৃদয় মজুমদার (১৯) ও তুষার দাস (১৬) তাদের সীমান্ত থেকে আটক করা হয়।
বিজিবি ও পুলিশ সূত্র জানায়, সেলুনে কাজ করার জন্যে ভারতীয় দালাল চক্রের মধ্যস্ততায় তারা ভারত যাচ্ছিলেন। প্রাথমিক তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে থানায় হস্তান্তর করা হয়।
রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মঈন উদ্দিন জনান, অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে পাসপোর্ট আইনের ১৯৭৩ সালের ১১(১)(ক)/১১(১)(গ) ধারায় আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়।

